প্রথমার্ধে ইস্যুকৃত ক্রেডিট কার্ডের ২৪% লংকাবাংলা ফিন্যান্সের

img

চলতি বছরের প্রথমার্ধে দেশের বাজারে ইস্যুকৃত ক্রেডিট কার্ডের ২৪ শতাংশই ছিল লংকাবাংলা ফিন্যান্সের। জানুয়ারি-জুন সময়ে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) ক্রেডিট কার্ড পোর্টফোলিওতে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ। কোম্পানির কার্ড ডিভিশনের অভ্যন্তরীণ এক নথিতে এ চিত্র উঠে আসে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, বছরের প্রথমার্ধে দেশের বাজারে মোট ৭৭ হাজার ক্রেডিট কার্ড ইস্যু করেছে বিভিন্ন ব্যাংক ও এনবিএফআই। এর মধ্যে ১৮ হাজার ৩১২টিই ছিল লংকাবাংলা ফিন্যান্সের ইস্যু করা। শতকরা হিসেবে তা ২৪ ভাগ। নথি অনুসারে এটি একদিকে লংকাবাংলার পরিচালন ইতিহাসে সর্বোচ্চ, অন্যদিকে গেল অর্ধবার্ষিকে কোনো একক প্রতিষ্ঠানের জন্যও সর্বোচ্চ।
ক্রেডিট কার্ড ব্যবসা সম্প্রসারণে অন্যদের চেয়ে এগিয়ে থাকার পাশাপাশি প্রথমার্ধে প্রবৃদ্ধিতেও বেশ চমক দেখিয়েছে লংকাবাংলা ফিন্যান্স। প্রথমার্ধে ২০১৬ সালের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি কার্ড ইস্যু করেছে কোম্পানিটি। গত ৩০ জুন ক্রেডিট কার্ড ব্যবসায় তাদের পোর্টফোলিও ২৪৬ কোটি টাকায় উন্নীত হয়েছে, চলতি বছরের শুরুতে যা ছিল ২০৫ কোটি টাকা।
জানা গেছে, বাংলাদেশের গ্রাহকদের প্রায় দুই দশক ধরে ক্রেডিট কার্ড সেবা দিয়ে আসছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। ১৯৯৮ সালে তাদের প্রথম ক্রেডিট কার্ড ইস্যু হয়। বর্তমানে ভিসা ও মাস্টার কার্ডের অধীনে বিভিন্ন ঋণসীমার ক্রেডিট কার্ড ব্যবহার করছেন লংকাবাংলার গ্রাহকরা।

Bonikbarta : প্রথমার্ধে ইস্যুকৃত ক্রেডিট কার্ডের ২৪% লংকাবাংলা ফিন্যান্সের