পরিবেশ রক্ষা ও অবনতি দমনে বৃক্ষরোপণ

img

লংকাবাংলার সিএসআর এর আরেকটি মূল ক্ষেত্র হচ্ছে পরিবেশ রক্ষায় ও অবনতি দমনে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা। ২০১৬ সালের ১৬,১৭,১৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে। সর্বমোট ১৫০০ ফলবতী, ওষধী ও জ্বালানী কাঠের গাছের চারা বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় রোপন করা হয়েছে এবং দরিদ্র গ্রামবাসীদের কাছে বিতরণ   করা হয়েছে। রোপন ও বিতরন কার্যক্রম এলাকাবাসীর সমর্থন পায়। ২০১৬ সালের বৃক্ষরোপণ কার্যক্রমের খরচ ছিল ০.১৫৫ মিলিয়ন।

লংকাবাংলার মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ শ্রিফুল ইসলাম মৃধা ও শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান যৌথভাবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।

লংকাবাংলা পরিবেশগত দায়িত্ববোধ থেকে প্রতিবছর বৃক্ষরোপণ কার্যক্রম করে। এই বছর আমাদের লক্ষ্য ছিল বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও দারিদ্র বিমোচন। টানা তিন দিন ধরে রোপণকার্য চলে।

লংকাবাংলা ফাইন্যান্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বগুড়া শাখার প্রধানগন এতে অংশগ্রহণ করেন এবং তারা র‍্যালীতেও যোগদান করেন।

বৃক্ষরোপনের ব্যাপারে সচেতনতা তৈরী উদ্দেশ্যে একটি র‍্যালী দিয়ে কার্যক্রম শেষ হয়।