শিশুর সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশ লংকাবাংলার সিএসআর এর একটি গ্রুত্বপূর্ণ অঙ্গ

img

শিশুর সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশ লংকাবাংলার সিএসআর এর একটি গ্রুত্বপূর্ণ অঙ্গ। ফাউন্ডেশন প্রতিবছর মানসিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা আয়োজন করে। আমাদের উদ্দেশ্য শিশুদেরকে আমাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির সাথে পরিচিত করা ও তাদের সুপ্ত সৃজনশীলতাকে বিকশিত করা।

২০১৬ সালে লংকাবাংলা ফাউন্ডেশন চিটাগাংয়ে শিশুদের জন্য ৪র্থ আর্ট প্রতিযোগীতা আয়োজন করে। “নান্দনিক সমাজের দেশ বাংলাদেশ” ছিল প্রতিযোগীতার থিম। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ১৭টি চিত্র বাছাই করে এবং ২০১৭ সালের ক্যালেন্ডারে নাম ও স্কুলের নামসহ চিত্রগুলো ছাপানোর ব্যবস্থা করে। এই উদ্যোগ জয়ী শিশুদের উদ্যম বাড়িয়ে দেয় এবং অন্যদেরও অংশগ্রহনে উৎসাহিত করে।

২০১৬ সালের প্রতিযগীতার খরচ ছিল ০.২৫৩ মিলিয়ন টাকা।