
নানাবিধ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে লংকাবাংলা পরিবারের ঢাকা এবং চট্টগ্রামে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ছেলে-মেয়েরা। এছাড়া চট্টগ্রামে ৫০টি স্বনামধন্য স্কুলের ৫০৮ জন শিক্ষার্থী দুই ভাগে অংশ নেয় এই চিত্রাংকন প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করার মধ্য দিয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার অদূর ভবিষ্যতে এই আয়োজন কে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, বিচারক হিসেবে ঢাকা এবং চট্টগ্রামে ছিলেন যথাক্রমে – ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারক আলভী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System