
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গত সেপ্টেম্বর ৭, ২০২০ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ এ. মঈন সভাটির সভাপতিত্ব করেন এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের এজিএম এ যোগদানের জন্য স্বাগত জানান।
শেয়ারহোল্ডাররা ডিসেম্বর ৩১, ২০১৯ সমাপ্ত অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ৭.০০% নগদ লভ্যাংশ এবং ৫.০০% বোনাস শেয়ার অনুমোদন করে। বোর্ডের পরিচালকবৃন্দ জনাব মাহবুবউল আনাম, জনাব এম. ফখরুল আলম, স্বতন্ত্র পরিচালক মিসেস জায়তুন সাইফ, জনাব আবদুল মালেক শমসের, জনাব খাজা শাহরিয়ার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জনাব মোস্তফা কামাল এফসিএ, কোম্পানির সচিব সভায় অংশ নেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব খাজা শাহরিয়ার প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ও পারফরম্যান্স নিয়ে শেয়ারহোল্ডারদের প্রশ্নোত্তর প্রদান করেন।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System