
সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড (এলবিএফএল) পার্সোনাল লোন গ্রাহকদের বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে মেটলাইফ বাংলাদেশ এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় লংকাবাংলার গ্রাহকরা পার্সোনাল লোনের বিপরীতে বীমা সুবিধা পাবেন। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ফাইন্যান্স খোরশিদ আলম, মেটলাইফ বাংলাদেশের চীফ ডিস্ট্রিবিউশন অফিসার, মোঃ জাফর সাদেক চৌধুরী এবং মেটলাইফের পরিচালক, মুহাম্মদ আসিফ শামস।
লংকাবাংলার ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, পার্সোনাল লোন প্রধান মিনহাজ উদ্দিন ও সিনিয়র ম্যানেজার, দেলোয়ার কাওসার এবং মেটলাইফের ইশতিয়াক মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System