
সম্প্রতি ২৯ শে র্মাচ, ২০১৮ গুলশানে গ্লাস হাউস (৫ম তলা), পশ্চিম পাশে, প্লট নং. ০২, ব্লক – এস ই ( বি ) ৩৮ গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকাতে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড- এর গুলশান শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়ছে।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ এ. মঈন উক্ত শাখার শুভ উদ্বোধন করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সম্মানিত পরিচালক জনাব আই. ডব্লিউ. সেনানায়েকে ও জনাব মাহবুবুল আনাম সহ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী- ব্যবস্থাপনা পরিচালক, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, জনাব খাজা শাহরিয়ার- ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, উক্ত প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদেশে লংকাবাংলা ফাইন্যান্স-এর বিস্তৃত শাখা সমূহের সাথে গুলশান শাখা ২৫ তম শাখা হিসেবে যাত্রা শুরু করল। অপ্রতিদ্বন্দি সেবা ও পন্য নিয়ে স্থানীয় জনগনের চাহিদা পূরণে এই শাখার কার্যক্রমই হলো মূল লক্ষ্য।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System