
আজ মার্চ ০৮, ২০২০ তারিখে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড উদযাপন করলো আন্তর্জাতিক নারী দিবস ২০২০। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লংকাবাংলা ফাইন্যান্স এর আইন বিভাগের প্রধান উম্মে হাবিবা শারমীন। উক্ত অনুষ্ঠানে অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার, মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ হাফিজ আল আহাদ, অপারেশনস বিভাগের প্রধান এ. কে. এম. কামরুজ্জামান, এফসিএমএ, গ্রূপ কোম্পানি সেক্রেটারি মোস্তফা কামাল, এফসিএ, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ নাজমুল হাসান টিপু, সিএফএ এবং জেনারেল এন্ড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস বিভাগের প্রধান মুহাম্মদ হাবিব হায়দার প্রমুখ।
#ইচফরইকুয়াল (#EachforEqual); নতুন কিছু গড়ার লক্ষ্যে, সমতার ভিত্তিতে পরিবর্তন আনাই ছিল এবারের বিশ্ব নারী দিবসের প্রধান প্রতিপাদ্য বিষয়। লংবাংলা ফাইন্যান্স এর আইন বিভাগের প্রধান উম্মে হাবীবা শারমীন বলেন, “আমাদের নারীরা তাদের মেধা ও ইচ্ছা শক্তি দিয়ে সব রকম বাধা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে আসছে। নিজের আত্মশক্তিকে আত্মপ্রত্যয়ে রূপান্তর করছে তারা প্রতিনিয়ত। নারীদের অংশগ্রহণে বাংলাদেশের আর্থ-সামাজিক জীবনের মান উন্নয়নের চেষ্টায় আজ লংকাবাংলা প্রতিজ্ঞাবদ্ধ।” পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, খাজা শাহরিয়ার নারী কর্মীদের সাথে সৌহার্দ বিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির একটি নতুন প্লাটফর্ম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “নারীর সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে লংকাবাংলা ফাইন্যান্স নিয়ে এসেছে নারী ভিত্তিক প্লাটফর্ম শিখা যা নেতৃত্ব পর্যায়ে এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গাগুলোতে নারীকর্মীদের গুণগতভাবে সক্ষমতা বৃদ্ধি করবে এবং নারীর অর্থনৈতিক অগ্রযাত্রা অংশিদার হিসেবে নারীদের জন্য সময় উপযোগী বিনিয়োগ ও ঋণ সুবিধা নিশ্চিত করবে। আমাদের বিশ্বাস আমাদের এই উদ্যোগ নারীদের সহায়ক পরিবেশ গঠনে ও আত্মপ্রত্যয়ের সাথে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে অবদান রাখবে এবং সমাজের বৃহত্তর পরিবেশ ও সমতার ভিত্তিতে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System