
লংকাবাংলা ফাউন্ডেশন ঢাকা শিশু হাসপাতালে ৮ই আগস্ট ২০১৯ ডেঙ্গু আক্রান্ত শিশুদের সহায়তা প্রদান করে।
ঢাকা সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ রূপ ধারণ করছে। লংকাবাংলা ফাউন্ডেশনের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে দেশে বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকা শিশু হাসপাতালের মাধ্যমে সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।
সহায়তা প্রদানের প্রথম ধাপে ঢাকা শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রীসহ স্যালাইন, ডেক্সট্রোজ ইনজেকশন, ক্যানোলা, মশারি, এরোসল ও মশার কয়েল ইত্যাদি প্রদান করা হয়েছে। ঢাকা শিশু হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত দরিদ্র ও অসহায় শিশুদেরকে এই সহায়তা প্রদান করা হয়।
লঙ্কাবাংলার চীফ রিস্ক অফিসার, মোহাম্মদ কামরুল হাসান; ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স, উম্মে হাবিবা শারমীন; এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) ও লঙ্কাবাংলা ফাউন্ডেশনের প্রধান, জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শফী আহমেদ কে এইসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। হস্তান্তর কর্মসূচীতে এই সময় উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য সহকর্মীরা।
ভবিষ্যতে লংকাবাংলা ডেঙ্গু প্রতিরোধে এই ধরণের সহায়তা প্রদানে এগিয়ে আসবে।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System