লংকাবাংলার সিএসআর এর আরেকটি মূল ক্ষেত্র হচ্ছে পরিবেশ রক্ষায় ও অবনতি দমনে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা। ২০১৬ সালের ১৬,১৭,১৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে। সর্বমোট ১৫০০ ফলবতী, ওষধী ও জ্বালানী কাঠের গাছের চারা বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় রোপন করা হয়েছে এবং দরিদ্র গ্রামবাসীদের কাছে বিতরণ করা হয়েছে। রোপন ও বিতরন কার্যক্রম এলাকাবাসীর সমর্থন পায়। ২০১৬ সালের বৃক্ষরোপণ কার্যক্রমের খরচ ছিল ০.১৫৫ মিলিয়ন।
লংকাবাংলার মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ শ্রিফুল ইসলাম মৃধা ও শাহজাদপুর উপজেলার চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান যৌথভাবে অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
লংকাবাংলা পরিবেশগত দায়িত্ববোধ থেকে প্রতিবছর বৃক্ষরোপণ কার্যক্রম করে। এই বছর আমাদের লক্ষ্য ছিল বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও দারিদ্র বিমোচন। টানা তিন দিন ধরে রোপণকার্য চলে।
লংকাবাংলা ফাইন্যান্স এর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও বগুড়া শাখার প্রধানগন এতে অংশগ্রহণ করেন এবং তারা র্যালীতেও যোগদান করেন।
বৃক্ষরোপনের ব্যাপারে সচেতনতা তৈরী উদ্দেশ্যে একটি র্যালী দিয়ে কার্যক্রম শেষ হয়।
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice