
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রাঙ্গনে বৃহস্পতিবার শুরু হয়েছে চারদিনের ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা। বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির এ. কে. এন. আহমেদ মিলনায়তনে মেলার উদ্বোধনের পর মেলা প্রাঙ্গনে লংকাবাংলার স্টল পরিদর্শন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। স্টল পরিদর্শনে মাননীয় মন্ত্রীকে স্বাগত জানান, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক, জনাব খাজা শাহরিয়ার এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এসএমই বিভাগের প্রধান জনাব মোঃ কামরুজ্জামান খান। নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এই মেলার ২৪ ও ২৫ নং স্টলে নারী উদ্যোক্তা ঋণ শিখা অনন্যা এবং শিখা এসএমই ডিপোজিট স্কিম সহ সময়োপযোগী বিভিন্ন এসএমই সুবিধা নিয়ে উপস্থিত আছে লংকাবাংলা ফাইন্যান্সের এসএমই ডিভিশন।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System