
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন ০১ অগাস্ট, ২০১৯ তারিখ দিনাজপুর জেলার সুবিধাবঞ্চিত ও পক্ষাখাতগ্রস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।
লংকাবাংলা ফাইন্যান্স ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নে বিশ্বাসী। এই ধারাবাহিকতায় আর্থিক প্রতিষ্ঠানটি দিনাজপুর জেলার ১০০ জন পক্ষাখাতগ্রস্থ দরিদ্র মানুষকে হুইল চেয়ার বিতরণ করে। উল্লেখ্য, বিতরণকৃত হুইল চেয়ার সুবিধাবঞ্চিত ও শারীরিকভাবে অক্ষম মানুষের দৈনন্দিন চলাফেরা ও কর্মকান্ডে গতির সঞ্চার করবে, সমৃদ্ধি আনবে অর্থনৈতিক জীবনে এবং সর্বোপরি তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে।
হুইল চেয়ার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার মাননীয় জেলা প্রশাসক, জনাব মোঃ মাহমুদুল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ জয়নুল আবেদীন।
এছাড়া, উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব খাজা শাহরিয়ার; মানব সম্পদ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ হাফিজ আল আহাদ; হেড অব জেনারেল ইনফ্রাস্ট্রাকচার এন্ড সার্ভিসেস (জিআইএস) জনাব মোহাম্মদ হাবিব হায়দার; হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এবং হেড অব ব্র্যাঞ্চ, দিনাজপুর মোঃ মাজহারুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সহকর্মীবৃন্দ। এই হুইল চেয়ার বিতরণ কর্মসূচীর সার্বিক সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন জনাব ফজলে রাব্বি।
হুইল চেয়ার বিতরণ প্রসঙ্গে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার বলেন, “আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাখাতগ্রস্থ অসহায় মানুষ দেখে থাকি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যাণ্যে এগিয়ে আসা উচিৎ, আর তা বিবেচনায় রেখেই দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের লংকাবাংলা ফাউন্ডেশন এই হুইল চেয়ার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রকৃতপক্ষে, সব প্রতিষ্ঠানেরই উচিৎ দেশের এইসকল অসহায় মানুষের পাশে দাড়ানো যাতে করে আর্থিক ও সামাজিকভাবে এই মানুষগুলো এগিয়ে যেতে পারে।”
পক্ষাখাতগ্রস্থ অসহায় ও গরীব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেনো গতির সঞ্চার হয় সে লক্ষ্যেই লংকাবাংলা ফাউন্ডেশন এমন বলিষ্ঠ উদ্যোগ নিয়েছে।
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice