
লংকাবাংলা ফাউন্ডেশন সিএসআর কার্যক্রম “সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ২০২০” এর অংশ হিসেবে সম্প্রতি কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলের মোট ৩০ জন দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। প্রতিষ্ঠানটি ২০১৯ সালের “শিখা সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ কর্মসূচি”-র সাফল্যের ধারা অব্যাহত রেখে এই বছর আবার ও দুস্থ মহিলাদের কে স্বাবলম্বী হতে সহায়তা করার জন্য প্রকল্পের বাস্তবায়ন করেছে।
উক্ত কর্মসূচিতে লংকাবাংলা ফাইন্যান্স এর চীফ রিস্ক অফিসার, জনাব মোহাম্মদ কামরুল হাসান এফসিএ; হেড অফ অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস (এডিসি) এবং লংকাবাংলা ফাউন্ডেশন, জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এবং উলিপুর পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System