বাংলাদেশে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, রপ্তানি এবং জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে, অর্থনীতির উন্নয়নে এর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
এই খাতের গুরুত্ব অনুধাবন করে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এখন সারা দেশে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে অর্থায়নের জন্য “স্বর্ণালী” পরিসেবা চালু করেছে।
কৃষি–ভিত্তিক শিল্পের তালিকা:
• আপডেটেড ট্রেড লাইসেন্সের কপি
• আবেদনকারী এবং গ্যারান্টর(দের) পাসপোর্ট সাইজের ছবি
• আবেদনকারী এবং গ্যারান্টর(দের) বৈধ এনআইডি
• ট্রেড লাইসেন্স এবং আবেদনকারী এবং গ্যারান্টারের ই–টিআইএন কপি
• গত ১২ (বারো) মাসের ব্যাংক স্টেটমেন্ট
• ইউটিলিটি বিলের কপি
• ভাড়া দলিল কপি
• জমির দলিল (যদি প্রযোজ্য হয়)
• বিশেষ ব্যবসায়িক লাইসেন্স এবং অনুমতি প্রয়োজন (বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য)