BEFTN এর মাধ্যমে লংকাবাংলা বিল পরিশোধের ধাপগুলো হলো
ক. এককালীন ট্রানজ্যাকশন হিসাব পাঠাতে
- ধাপ ১ : যেকোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল অ্যাপে লগ-ইন করুন
- ধাপ ২ : 'ফান্ড ট্রান্সফার' অপশনটি সিলেক্ট করুন
- ধাপ ৩ : 'অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার’ অপশনটি সিলেক্ট করুন
- ধাপ ৪ : 'BEFTN' অপশনটি বেছে নিন (NPSB বা RTGS নয়)
- ধাপ ৫ : অ্যাকাউন্ট নম্বর/ কার্ড নম্বর এর ফিল্ড এ লংকাবাংলা ক্রেডিট কার্ড নাম্বার ইনসার্ট করুন
- ধাপ ৬ : ব্যাংক তালিকা থেকে যেকোন ব্যংক (যেমনঃ 'দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড') সিলেক্ট করুন
- ধাপ ৭ : 'বনানী শাখা' সিলেক্ট করুন বা 235260431 রাউটিং নম্বর হিসেবে প্রদান করুন
- ধাপ ৮ : সাবমিট করুন
খ. বেনেফিশিয়ারি হিসেব পাঠাতে
- যেকোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল অ্যাপে লগ-ইন করুন
- সুবিধাভোগী হিসেবে পূর্বের তালিকার ৪, ৫, ৬ এবং ৭ নং ধাপ এ বর্ণিত তথ্য গুলো প্রদান করুন
- অন্যান্য ব্যাংক ফান্ড ট্রান্সফার' সিলেক্ট করুন - বেনেফিশিয়ারি তালিকা থেকে লংকাবাংলা ক্রেডিট কার্ডের জন্য সেভড বেনেফিশিয়ারি সিলেক্ট করুন
BEFTN-এর মাধ্যমে লংকাবাংলা বিল পেমেন্টর কিছু বিবেচ্য বিষয় :
- BEFTN তাৎক্ষনিক পেমেন্টের জন্য নয়।
- এটি ব্যাংকের উপর নির্ভর করে, যেমন, প্রিমিয়ার ব্যাংক নিম্নরূপে পেমেন্ট পাবে:
দুপুর ১২ টা থেকে ১ টার আগে জমা দেওয়া BEFTN, একই কর্ম দিবসের ২য় ভাগে প্রিমিয়ার ব্যাংকে জমা হবে।
দুপুর ১২-১ টার পরে জমা দেওয়া BEFTN, পরবর্তী কার্যদিবসের ১ম ভাগে প্রিমিয়ার ব্যাংকে জমা হবে।
- একদিনে প্রাপ্তিযোগ্য BEFTN পেমেন্ট লংকাবাংলা অ্যাকাউন্টে থেকে একই কর্ম দিবসের (২য় সেশনে) শেষ সময়কালে প্রিমিয়ার ব্যাংকে জমা হবে।
- লংকাবাংলা অ্যাকাউন্টে পেমেন্ট জমা হওয়ার পর, পূর্বনির্ধারিত ভিসা এবং মাস্টারকার্ড পেমেন্ট ফাইল, ২টি পৃথক এক্সেল ফাইলে লংকাবাংলা-য় মেইল হিসেবে যাবে।
- যেহেতু কিছু ব্যাংক শুধুমাত্র NPSB এর মাধ্যমে কার্ড পেমেন্ট নিয়ে থাকে, লংকাবাংলা ক্রেডিট কার্ড নম্বরটি অ্যাকাউন্ট নম্বর হিসাবে (কার্ড নম্বর নয়) সেভ কিংবা পাঠালে সুবিধাজনক হয় ৷
সিটি ব্যাংক থেকে প্রিমিয়ার ব্যাংকে BEFTN এর মাধ্যমে লংকাবাংলা বিল পেমেন্টর ধাপ
ইবিএল থেকে প্রিমিয়ার ব্যাংকে BEFTN এর মাধ্যমে লংকাবাংলা বিল পেমেন্টর ধাপ
ব্র্যাক ব্যাংক থেকে প্রিমিয়ার ব্যাংকে BEFTN এর মাধ্যমে লংকাবাংলা বিল পেমেন্টর ধাপ