• হোম
  • প্রতিভা সম্পর্কে
    • চিত্রাঙ্কন প্রতিযোগিতা
    • থিম
  • নিয়মাবলী
    • অংশগ্রহণের নিয়মাবলী
    • সহায়তা
  • আর্ট গ্যালারী
  • রেজিস্ট্রেশন
  • লগইন
রেজিস্ট্রেশন
প্রতিভা চিত্রাঙ্কন প্রতিযোগিতা । প্রজন্মের তুলিতে আগামীর বাংলাদেশ
গ্রূপ ১: শিশু শ্রেণী - ১ম শ্রেণী
গ্রূপ ২: ২য় শ্রেণী - ৫ম শ্রেণী
গ্রূপ ৩: ৬ষ্ঠ শ্রেণী - ৮ম শ্রেণী

প্রতিযোগিতার সময়সীমা: ২৬ মার্চ ২০২৩ থেকে ১৪ এপ্রিল ২০২৩

* সকল তথ্য পূরণের ক্ষেত্রে ইউনিকোড বাংলা ব্যবহার বাধ্যতামূলক অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করার জন্য গুগল ইনপুট ভিজিট করুন [http://www.google.com/intl/bn/inputtools/try/]৷ এছাড়াও আপনি অভ্র, রিদ্মিক কীবোর্ড অথবা যেকোনো বাংলা ইউনিকোড ফন্টে তথ্য পূরণ করতে পারেন । শুধুমাত্র "অংশগ্রহণকারীর ইংরেজি নাম", "ডিসপ্লে নাম", "ইমেইল" এবং পাসওয়ার্ড প্রদানের ক্ষেত্রে ইংরেজি ব্যবহার আবশ্যক।

অংশগ্রহণের নিয়মাবলী

লংকাবাংলা ফাইন্যান্স আয়োজিত "প্রজন্মের তুলিতে আগামীর বাংলাদেশ" শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত যেকোনো বাংলাদেশী শিশু-কিশোর ৩টি গ্রূপে অংশগ্রহণ করতে পারবে।

ক্যাটাগরি

  • গ্রূপ ১: শিশু শ্রেণী - ১ম শ্রেণী
  • গ্রূপ ২: ২য় শ্রেণী - ৫ম শ্রেণী
  • গ্রূপ ৩: ৬ষ্ঠ শ্রেণী - ৮ম শ্রেণী

প্রতিযোগিতার সময়সীমা

২৬ মার্চ ২০২৩ থেকে ১৪ এপ্রিল ২০২৩

রেজিস্ট্রেশন

  • একজন অভিভাবক [www.lankabangla.com/Protiva] প্রতিভা পোর্টালে একটি ইমেইল এডড্রেস দিয়ে শুধুমাত্র একজন সন্তানের রেজিস্ট্রেশন করতে পারবেন। একাধিক সন্তানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইমেইল এডড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতিযোগীর অভিভাবকের নাম, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ঠিকানা এবং প্রতিযোগীর বাংলা এবং ইংরেজি উভয় নাম উল্লেখ করতে হবে।

চিত্রাঙ্কন আপলোড

  • ড্রইং/আর্ট এর প্রত্যাশিত অনুপাত ৩:২ (প্রস্থ:উচ্চতা)। প্রতিযোগীদের ছবি সর্বোচ্চ ৪৫০০-৩০০০ পিক্সেল রেজ্যুলুশনে স্ক্যান করে প্রতিভা পোর্টালে [www.lankabangla.com/Protiva] আপলোড করতে হবে। স্ক্যানকৃত চিত্রের সাইজ সর্বোচ্চ 4 MB পর্যন্ত হতে পারবে।
  • স্ক্যান করা চিত্রের প্রত্যাশিত মান অংকিত চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। প্রতিযোগিতার বিজয়ীদের অরিজিনাল/মূল চিত্রকর্ম প্রদান করতে হবে।
  • প্রতিযোগী শুধুমাত্র একটি চিত্র সাবমিট করতে পারবেন। একই প্রতিযোগীর নামে ইমেইলে একটি চিএ সাবমিট করার পরবর্তীতে সময়ে দ্বিতীয় কোন চিত্র গ্রহণযোগ্য হবে না।
  • চিত্রাঙ্কন আপলোডের সময় প্রতিযোগীর স্কুলের নাম, শ্রেণী, রোল নম্বর, ঠিকানা, বয়স এবং চিত্রের শিরোনাম উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহণকৃত সকল চিত্রকর্ম লংকাবাংলা ফাইন্যান্স যেকোন মাধ্যমে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।

বিজয়ী নির্ধারণ

  • প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীবৃন্দ। বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।
×
0%