১২তম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

img

সম্প্রতি রাজধানী ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট-এ “১২তম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০২৩” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজক ইন্টারন্যাশনাল হোপ স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব ইয়াসার সাভরান এর কাছ থেকে প্রতিযোগিতাটি পৃষ্ঠপোষকতার জন্য বিশেষ সম্মাননা গ্রহণ করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মোহাম্মাদ নাজমুল হাসান টিপু, সিএফএ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে. এম. খালিদ এম.পি। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর অধ্যক্ষ রোকসানা জারিন। এছাড়াও অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এম.পি.; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে; এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট-এর মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ।

ফেব্রুয়ারি মাসে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলবাংলাদেশ-এর আয়োজনে ও “১২তম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০২৩” অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ৭০টি স্কুলের ৯০টি শাখার প্রায় দেড় হাজারেরও বেশী প্রতিযোগী অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় অয়োজনে “১২তম আন্তঃস্কুল বাংলাঅলিম্পিয়াড ২০২৩” অংশগ্রহণকারী বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতেঅংশগ্রহণ করেন।