লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ও নাজমুল’স লাক্স অটো-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা নাজমুল’স লাক্স অটো থেকে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর সহজ ও সুবিধাজনক গাড়ি ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন।
১৭ জুলাই ২০২৫ তারিখে ঢাকায় নাজমুল’স লাক্স অটো-এর অফিসিয়াল শোরুমে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর সিএমএসএমই ও রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ কামরুজ্জামান খান এবং নাজমুল’স লাক্স অটো-এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর হেড অব অটো লোন মোঃ আবু সাঈদ এবং নাজমুল’স লাক্স অটো-এর ম্যানেজার রিয়াসাত রাইহানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা তাদের বাজেট ও প্রয়োজন অনুযায়ী গাড়ি কেনার ক্ষেত্রে সহজ কিস্তি ও ঋণ সুবিধা পাবেন।