ময়মনসিংহ বিভাগীয় এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন ও ঋণ ম্যাচমেকিং-২০২৩ কর্মসূচি আয়োজন

img

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাকরণ ও বৃহত্তর ময়মনসিংহ বিভাগে এসএমই অর্থায়ন ত্বরান্বিতকরণের উদ্দেশ্যে এসএমই ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের উদ্যোক্তা সমাবেশ ও ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে উদ্যোক্তাদের ঋণ সংযোগ স্থাপনের লক্ষ্যে ১৫ অক্টোবর, ২০২৩, রবিবার,ময়মনসিংহ জেলা শিল্পকলা একডেমি অডিটোরিয়ামে ‘ময়মনসিংহ বিভাগীয় এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলন ও ঋণ ম্যাচমেকিং-২০২৩’ কর্মসূচি আয়োজন করে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; জনাব মো. ওছমান গনি, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ কার্যালয় এবং জনাব আমিনুল হক শামীম সিআইপি, সভাপতি, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এছাড়া সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ। এই সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক জনাব ড. মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত তফসিলি ব্যাংকসমূহ সহ দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এসএমই গ্রাহকদের মত বিনিময় ও এসএমই ঋন ও সেবা সম্পর্কে অবগত করতে শিল্পকলা একডেমি-এর প্রাঙ্গনে এসএমই উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং বুথ স্থাপন করা হয়। লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর সিএমএসএমই লোন ও সেবাসমূহ নিয়ে প্রতিষ্ঠানটির ময়মনসিংহ শাখা প্রধান জনাব মোহাম্মদ আলী সিএমএসএমই বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।