‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি বরিশাল, ফরিদপুর ও বগুড়া শাখায় সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছে।
বরিশাল সিটি কর্পোরেশনে অবস্থিত মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন উর-রশীদ; লংকাবাংলা ফাইন্যান্স এর বরিশাল শাখা ব্যবস্থাপক মো: শহিদুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ফরিদপুর সদরে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম; উপাধ্যক্ষ প্রফেসর মো: ওবায়দুর রহমান; লংকাবাংলা ফাইন্যান্স এর ফরিদপুর শাখা ব্যবস্থাপক মোঃ ইলিয়াস পারভেজ রানা এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বগুড়া শহরে হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিচার কো-অর্ডিনেটর মো: মশিউর রহমান ও কলেজের ছাত্রছাত্রীবৃন্দ; লংকাবাংলা ফাইন্যান্স এর বগুড়া শাখা ব্যবস্থাপক মোঃ আবু রেজা আল মামুন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে থাকে। ভূমি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদী পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা অপরিসীম। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্স সবসময় সমাজের সঙ্গে একাত্ম হয়ে ইতিবাচক কর্মকাণ্ডে পাশে থেকেছে। আগামীর উজ্জ্বল ও তারুণ্যের বাংলাদেশ গড়ে তোলার পথে এই কর্মসূচি সেই ধারাবাহিকতার প্রতিফলন।