লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা দল একগুচ্ছ বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়ে উঠেছে যাদের রয়েছে অনেক দিনের অভিজ্ঞতা, জ্ঞান এবং বাজারে নেতৃত্বদানের গুণাবলি .

  • chairman
  • খাজা শাহরিয়ার

    ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও
    • ২১ মে, ২০১৭ সালে জনাব খাজা শাহরিয়ার লংকাবাংলা ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি ২০১২ সাল থেকে লংকাবাংলা ফাইন্যান্স-এ ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ বিজনেস হিসেবে নিযুক্ত ছিলেন। লংকাবাংলা-এ নিযুক্ত হবার পূর্বে তিনি প্রায় দুই দশক ধরে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউটের সাথে নিযুক্ত ছিলেন। তিনি ব্র্যাক ব্যাংকে প্রায় এক দশক ধরে হেড অফ কর্পোরেট ব্যাংকিং, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট এবং হেড অফ প্রবাসী ব্যাংকিং সহ বিভিন্ন পদে কাজ করেছেন।
    • এছাড়াও তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং বাংলাদেশ ফাইন্যান্স & ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড-এ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। জনাব শাহরিয়ার উত্তরা ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিতেও কাজ করেছেন।
    • জনাব শাহরিয়ার তাঁর দীর্ঘ পেশাগত জীবনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, হংকং, ভারত সহ দেশ-বিদেশে প্রচুর ট্রেইনিং, ওয়ার্কশপ এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ বিজনেস ইন ব্যাংকিং অ্যান্ড ফিনান্স এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্ন থেকে ফিনান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) এবং এমএ সম্পন্ন করেন।
  • এ কে এম কামরুজ্জামান, এফ সি এম এ

    হেড অফ অপারেশন
    • জনাব একেএম কামরুজ্জামান, এফসিএমএ, বর্তমানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ অপারেশনস পদে দায়িত্ব পালন করছেন। তাঁর দায়িত্বের আওতায় রয়েছে অ্যাসেট ওপারেশনস, লায়াবিলিটি অপারেশনস, ট্রেজারি অপারেশনস, অ্যাসেট মনিটরিং, কালেকশন & রিকভারি, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট (এসএএম), অ্যাসেট অ্যাকাউন্টস মেইন্টেইনেন্স, ক্লোজিং & ক্লিয়ারেন্স এবং এমআইএস & রেগুলেটরি রিপোর্টিং।
    • লংকাবাংলার সাথে তাঁর দীর্ঘ সাড়ে ষোল বছরের কর্মমেয়াদে তিনি প্রায় সকল ব্যবস্থাপনা/কার্যকরী ক্ষেত্রে কাজ করার বিরল সুযোগ পেয়েছেন। এযাবতকালে তাঁর পজিশনগুলোর মধ্যে রয়েছে হেড অফ ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট, হেড অফ বিজনেস, হেড অফ ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, হেড অফ অ্যাকাউন্টস, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং কোম্পানি সেক্রেটারী। তিনি লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিমিটেড-এ বোর্ড ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন। এর পূর্বে তিনি ওপেক্স গ্রুপ, প্রাইম গ্রুপ, ব্যাবিলন গ্রুপ এবং দেশখ্যাত বিভিন্ন প্রস্তুতকারক এবং সেবাপ্রদানকারী সংস্থায় নিযুক্ত ছিলেন।
    • জনাব কামরুজ্জামান বিভিন্ন সময়ে পার্ট-টাইম এবং গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ইন্সটিটিউট অফ কস্ট & ম্যানেজমেন্ট অ্যাকাউন্টান্টস অফ বাংলাদেশ (আইসিএমএএব), ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়; গেস্ট ট্রেইনার হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এবং বাংলাদেশ লিজিং & ফাইন্যান্স কোম্পানীজ’ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ)-এ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আইসিএমএবি এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন।
    • জনাব কামরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি আইসিএমএবি-এর একজন ফেলো সদস্য (এফসিএমএ)। ব্যক্তিগত ও পেশাগত ডেভেলপমেন্ট এর জন্য তিনি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ইতালি ভ্রমণ করেছেন।
  • chairman
  • chairman
  • খোরশেদ আলম

    হেড অফ রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিস
    • খোরশেদ আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তৎকালীন বণিক বাংলাদেশ-এ ১৯৯৮ সালের জুলাই মাসে যোগদান করেন। তিনি বর্তমানে রিটেইল ফাইন্যান্স সার্ভিস বিভাগ-এর প্রধান হিসেবে দায়িত্বরত রয়েছেন। তাঁর লংকাবাংলা-এ দীর্ঘ কর্মজীবনে তিনি ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসৌরসেস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্রেডিট কার্ড, হোম লোন, এসএমই ফাইন্যান্স, অটো লোন, পার্সোনাল লোন এবং সিকিউরড লোন সেক্টরে কাজ করেছেন।
    • জনাব খোরশেদ তার কর্মজীবন ১৯৯২ সালে রূপালী জেনারেল ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড-এ ফাইন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে প্রবেশনারী অফিসার হিসেবে শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট-এ স্নাতক এবং স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে পার্সোনেল ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে প্রচুর প্রশিক্ষণ, কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন।
  • কামরুল ইসলাম

    হেড অফ ট্রেজারি এবং এফআই
    • কামরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ৭ অক্টোবর, ১৯৯৭-এ তৎকালীন বণিক বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন যা পরবর্তীতে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড নামে নামকরণ করা হয়। তার কার্যকালে তিনি বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এবং ফাইন্যান্স ও ট্রেজারীর কার্যাবলী দেখাশোনা করতেন। বর্তমানে তিনি হেড অফ ট্রেজারি এবং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন হিসেবে দায়িত্ব পালন করছেন।
    • জনাব ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের আকাউন্টিং বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৭ সালের শুরুর দিকে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসাবে দেশের অন্যতম বৃহত্তম কোম্পানী "প্রাণ গ্রুপ" এর সাথে তার কর্মজীবন শুরু করেন। জনাব কামরুল বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশন (বামডা) এর যুগ্ম সম্পাদক হিসেবে নিযুক্ত রয়েছেন।
  • chairman
  • chairman
  • মোহাম্মদ কামরুল হাসান, এফ সি এ

    চীফ রিস্ক অফিসার
    • মোহাম্মদ কামরুল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চীফ রিস্ক অফিসার, বর্তমানে লংকাবাংলা এবং এর সাবসিডিয়ারি কোম্পানীগুলোর রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন এর প্রধান হিসেবে নিযুক্ত রয়েছেন।
    • জনাব হাসান গত দুই দশকে অ্যাকাউন্টিং, অডিটিং এবং ফিন্যান্সের উপর বিষদ ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা অর্জন করেছেন। জনাব হাসান বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। জনাব হাসান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি: এমআইটি, ইউএসএ থেকে "লিডিং অর্গানাইজেশনস অ্যান্ড চেঞ্জ" এর উপর সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন।
    • তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএবি) একজন ফেলো সদস্য। লংকাবাংলার চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসাবে জনাব হাসান একটি ব্যবসার বিভিন্ন অংশে উল্লেখযোগ্য ঝুঁকির কার্যকরী পরিচালনা নিশ্চিত করার জন্য তত্ত্বাবধানায় আছেন। এছাড়াও তিনি রিস্ক এবং রিওয়ার্ডের ভারসাম্য বজায় রাখতে ব্যবসা সক্ষম করার জন্য সিআরও বোর্ড এবং অডিট কমিটির কাছেও দায়বদ্ধ।
  • মোস্তফা কামাল, এফ সি এ

    গ্রুপ কোম্পানী সেক্রেটারী
    • মোস্তফা কামাল সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০০৯ সালে লংকাবাংলা-এ যোগদান করেন। বর্তমানে তিনি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং এর সাবসিডিয়ারী কোম্পানীগুলোর গ্রুপ কোম্পানী সেক্রেটারী হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বর্তমান পদমর্যাদা ছাড়াও তিনি হেড অফ এইচআর এবং অ্যাডমিনিস্ট্রেশন এর ভূমিকা পালন করছেন। জনাব কামাল তাঁর স্নাতক এবং স্নাতোকত্তর ডিগ্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এর একাউন্টিং অনুষদ থেকে লাভ করেন।
    • তিনি ইন্সটিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো সদস্য। লংকাবাংলা-এ যোগদানের পূর্বে ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের জুন পর্যন্ত তিনি হেড অফ আইসিসি অফ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্টস (কেপিএমজি ইন্টারন্যাশনাল এর মেম্বার ফার্ম) এর ম্যানেজার, অডিট এবং অ্যাডভাইজরি সার্ভিস।
    • জনাব কামাল ২০১০-২০১১ সালে আইসিএবি এর ঢাকা রিজিওনাল কমিটি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইসিএবি এর কাউন্সিল মেম্বার হিসেবে ২০১৬-২০১৮ সাল পর্যন্ত ছিলেন। এছাড়াও ২০১৭ সালে তিনি আইসিএবি এর এডুকেশন এবং ট্রেইনিং এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব কামাল মার্কিন যুক্তরাষ্ট্রের ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন (আইসাকা) এর বাংলাদেশ-এর সূচনা করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি আইসাকা বাংলাদেশ চ্যাপ্টার এর ফাউন্ডার ডিরেক্টর, কমিউনিকেশন এবং এক্স-ডিরেক্টর, একাডেমিক ডিরেক্টর হিসেবে রয়েছেন। জনাব মোস্তফা কামাল ভিশন কেয়ার ফাউন্ডেশন (একটি নন-প্রফিট সংস্থা) এর একজন ফাউন্ডার মেম্বার এবং জেনারেল সেক্রেটারী। তিনি বসুন্ধরা আই হসপিটাল এবং রিসার্চ ইন্সটিটিউট এর এক্সেকিউটিভ ডিরেক্টর এবং পলিসি এডভাইজিং কমিটি এর একজন মেম্বার। ২০১৭-২০২০ সালে, জনাব কামাল বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এবং টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড নামে দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থায় সরকার মনোনীত বোর্ড সদস্য ছিলেন।
  • chairman
  • chairman
  • মোহাম্মদ শোয়েব

    হেড অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস
    • মোহাম্মদ শোয়েব, বর্তমান এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ২০০৭ সালের মে মাসে লংকাবাংলা ফাইন্যান্স-এ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি কর্পোরেট অ্যাসেট & লায়াবিলিটি পোর্টফোলিও বিভাগ দেখভাল করার জন্য হেড অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব শোয়েব প্রায় ১৬ বছর ধরে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউটে ক্রেডিট এবং ইনভেস্টমেন্ট, কর্পোরেট ফাইন্যান্স, রিটেইল ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন এবং কর্পোরেট লায়াবিলিটি বিভাগের সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কর্মরত ছিলেন।
    • লংকাবাংলা ফাইন্যান্সে যোগদানের পূর্বে তিনি প্রাইম ফাইন্যান্স & ইনভেস্টমেন্ট লিমিটেড এর চট্টগ্রাম শাখার ব্রাঞ্চ ইন-চার্জ হিসেবে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমে ব্যবসায় প্রশাসনে অনার্সসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি দেশ এবং বিদেশে একাধিক ট্রেইনিং, সেমিনার এবং ওয়ার্কশপ-এ অংশগ্রহণ করেন।
  • শামিম আল মামুন, এফ সি এ

    চীফ ফাইন্যান্সিয়াল অফিসার
    • জনাব শামীম আল মামুন, এফসিএ বিভিন্ন সংস্থা থেকে প্রায় ১০ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স অর্জন করেন। তিনি ২০১৩ সালের এপ্রিল থেকে বর্তমান পর্যন্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডে চীফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত আছেন। এর পূর্বে তিনি ফারইস্ট স্টকস & বন্ডস লিমিটেড এর সিএফও এবং কোম্পানী সেক্রেটারী হিসেবে ছিলেন। তিনি ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো মেম্বার।
    • জনাব শামীম অ্যামেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (এআইএউবি) থেকে কম্পিউটার সাইন্স অনুষদ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। এছাড়াও তিনি একজন প্রাক্তন ক্যাডেট এবং তাঁর মাধ্যমিক শিক্ষা সিলেট ক্যাডেট কলেজ থেকে সম্পন্ন করেন। জনাব শামীম স্ট্রাটেজিক প্ল্যানিং এবং ফোরকাস্টিং, প্রোসেস ডিজাইন এবং প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট, ফাইন্যান্সিয়াল গভর্নেন্স এবং মডেলিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট-এর ক্ষেত্রে বিশেষভাবে দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন। এছাড়াও তিনি আইসিএবি এর শিক্ষার্থীদের ট্রেইনিং এবং এডুকেশন ডেভেলপমেন্ট এর প্রসেস তৈরীতে ভূমিকা রাখেন।
  • chairman
  • chairman
  • জনাব কামরুজ্জামান খান

    হেড অফ এসএমই
    • মোহাম্মদ কামরুজ্জামান খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ২০১৩ সাল থেকে লংকাবাংলা-এ হেড অফ এসএমই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হিসেবে কর্মরত আছেন। জনাব খান ১৯ বছরের বেশি সময় ধরে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর সাথে জড়িত আছেন। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এ যোগদানের পূর্বে তিনি ব্র্যাক ব্যাংক এর এসএমই বিভাগের ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদ সহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
    • জনাব খান অ্যাকাউন্টিংয়ে এম.কম অর্জন করেছেন এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে মেজর সহ এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্ট স্কুল অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট দ্বারা যৌথভাবে আয়োজিত এনআইবিএম, পুনে (ভারত)-এ এসএমই-এর অর্থায়ন সংক্রান্ত অ্যাডভান্সড ট্রেইনিং কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জনাব খান এছাড়াও এসআইএম (সিঙ্গাপুর) এর অধীনে স্ট্রাটেজিক প্ল্যানিং এবং থিংকিং কর্মসূচীতে অংশগ্রহন করেন। একজন উৎসাহী শিক্ষানবিশ জনাব কামরুজ্জামান খান বর্তমানে আমেরিকার হোয়ার্টন, পেনসিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে “স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট” বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স সম্পন্ন করছেন। ব্যবসায়িক উন্নয়ন, ঝুঁকি পরিচালনা, অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন এবং সাসটেইনেবল ব্যবসায়িক প্রবৃদ্ধির বিষয়ে তার ব্যাপক জ্ঞান ও অভিজ্ঞতা রয়েছে।
  • মোহাম্মদ হাফিজ আল আহাদ

    হেড অফ হিউম্যান রিসৌর্সেস
    • মোহাম্মদ হাফিজ আল আহাদ, এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ হিউম্যান রিসৌর্সেস, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডে পিপল অ্যান্ড কালচার ফিলোসফি এবং স্ট্রাটেজি পরিচালনা করার জন্য দায়িত্ব পালন করছেন।
    • জনাব হাফিজ একজন রেজাল্ট-ড্রিভেন এইচআর প্রফেশনাল যিনি প্রায় দুই দশক ধরে অভিজ্ঞতা অর্জন করেছেন। অ্যামেরিকান এক্সপ্রেস ব্যাংক এর সাথে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন এবং এর পর তিনি নোকিয়া(নেটওয়ার্ক) এ লীড এইচআর, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল (পিএমআই) বাংলাদেশ এবং পাকিস্তান এ হেড অফ এইচআর, দ্যা কোকাকোলা কোম্পানী (আইপিবিএল) এ হেড অফ এইচআর, ইউনিভার্সিটি অফ লিবেরাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ ডিরেক্টর-সিএসও এবং রাহিমাফরোজ বাংলাদেশ লিমিটেড (আগোরা) এ হেড অফ এইচআর হিসেবে কর্মরত ছিলেন। এসকল কর্মক্ষেত্রে কাজ করার মাধ্যমে তিনি দেশ এবং বিদেশে বিশদ পরিমানে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি কিছু সময়ের জন্য বাংলাদেশের অন্যতম বৃহৎ সংস্থা ইউনিক গ্রুপে চীফ পিপল অফিসার (সিপিও) হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব হাফিজ একজন স্ট্রাটেজিক এবং ইনোভেটিভ এইচআর প্রোফেশনাল যিনি ব্যাবসায়িক স্ট্রাটেজিকে এইচআর অ্যাকশনে পরিণত করতে সক্ষম যা একক দক্ষতা, অরগানাইজেশলান প্রফিটাবিলিটি, গ্রোথ এবং ইমপ্লোয়ী এনগেজমেন্ট বৃদ্ধিতে সহায়তা করে। তিনি কোম্পানি এবং লিডারশিপ টিমকে হিউম্যান ক্যাপিটালকে সংস্থার সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করার জন্য একটি অনন্য দৃষ্টিভঙ্গি তৈরী করেন। মোহাম্মদ হাফিজ একজন সুদক্ষ ইনফ্লুয়েন্সার যিনি ভিশন এবং স্ট্রাটেজিগুলোকে অ্যাকশনেবল এবং ভ্যালু-অ্যাডেড গোলে রূপান্তরিত করেন। কোম্পানীর পিপল এবং কালচার-এ নেতৃত্ব দেবার পাশাপাশি জনাব হাফিজ ম্যানকম, ইন্টিগ্রিটি কমিটি, আইসিটি স্টিয়ারিং কমিটি, এবং কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কমিটি (সিএসআর) এর সদস্য হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
  • chairman
  • chairman
  • শেখ মোহাম্মদ ফুয়াদ

    হেড অফ আইসিটি
    • শেখ মোহাম্মদ ফুয়াদ, বর্তমান হেড অফ ইনফরমেশন & কমিউনিকেশন, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এ ১৯৯৯ সাল থেকে কাজ করছেন। ২০১১ সালের নভেম্বর মাস থেকে তিনি হেড অফ ইনফরমেশন & কমিউনিকেশন ভূমিকায় কাজ করছেন। আইটি ওপারেশন্স, আইটি প্রোজেক্ট ম্যানেজমেন্ট, আইটি গভর্নেন্স এবং আইটি রিস্ক ম্যানেজমেন্ট-এ শেখ মোহাম্মদ ফুয়াদ এর ১৮ বছরের বেশি কর্ম অভিজ্ঞতা রয়েছে।
    • আইসিটি প্রধান হিসেবে, জনাব ফুয়াদ ইনফোরমেশন টেকনলজী ফিচারস উন্নয়ন এবং সফলভাবে স্থাপনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনীয়তা গঠন করার জন্য দায়ী। তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে সংগঠনের স্ট্রাটেজিক পরিকল্পনায় অবদান রাখেন।
    • লংকাবাংলা-এ জনাব ফুয়াদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন শাখা যেমন অবকাঠামো ও নেটওয়ার্ক, আইসিটি নিরাপত্তা ও ঝুঁকি, অ্যাপ্লিকেশন ও ডেটাবেস ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ অত্যন্ত পেশাদার কর্মীদের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি পেশাদার সার্টিফিকেশন যেমন CDCP, COBIT®5, PRINCE2®, ITIL এবং MCP অর্জন করেছেন।
  • মোহাম্মদ নাজমুল হাসান টিপু, সিএফএ

    চীফ ক্রেডিট অফিসার
    • মোহাম্মদ নাজমুল হাসান টিপু, এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ক্রেডিট অফিসার লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বে আছেন। তিনি ২০১৩ সালের মে মাসে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে এভিপি হিসাবে যোগদান করেন এবং ব্রাঞ্চ (রিলেশনশিপ ম্যানেজমেন্ট) এবং হেড অফিস লেভেলে (ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন) উভয় ক্ষেত্রেই লোন এবং অগ্রিমের এক্সপোজার সহ প্রায় ৯ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা অর্জন করেন।
    • তিনি সাফল্যের সাথে প্রায় ৫ বছর ইউনিট প্রধান, কর্পোরেট ক্রেডিট, সিআরএম হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং অবশেষে এপ্রিল ২০১৮ এ তিনি প্রধান ক্রেডিট অফিসারের ভূমিকায় উন্নীত হয়েছেন।
    • জনাব নাজমুল তার বিএসসি ডিগ্রি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে, তিনি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) চার্টার অর্জন করেন যা আন্তর্জাতিক মানের দক্ষতাগুলিকে কাজে লাগানোর প্রতি তার প্রতিশ্রুতি প্রতিফলিত করে এবং এইভাবে তার দক্ষতার ক্ষেত্রে পেশাদার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি ট্রেইনিং, সেমিনার এবং ওয়ার্কশপ এ অংশগ্রহণ করেন।
  • chairman
  • chairman
  • মোহাম্মদ হাবিব হায়দার

    হেড অফ জিআইএস
    • মোহাম্মদ হাবিব হায়দার বর্তমানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর জেনারেল ও ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস ডিভিশন এর প্রধান হিসেবে কর্মরত আছেন। ২০১৫ সালের ফেব্রুয়ারী থেকে তিনি লংকাবাংলা ফাইন্যান্স এ কর্মরত আছেন। এর পূর্বে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেড এর জিআইএস ডিভিশন এ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
    • সাপ্লাই চেইন, লজিস্টিকস এবং প্রজেক্টে এক্সপোজার সহ ব্যাঙ্কিং এবং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে তার ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে বেশ কয়েকটি ট্রেইনিং এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।