• chairman
  • জনাব মোহাম্মদ আব্দুল মইন

    চেয়ারম্যান
    • জাতীয়তা : বাংলাদেশী
    • বোর্ড কমিটি : চেয়ারম্যান অফ বোর্ড এক্সিকিউটিভ কমিটি
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা : ব্যাচেলর অফ আর্কিটেকচার, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ : এয়ারলাইন কার্গো রিসোর্সেস লিমিটেড, অ্যারো এভিয়েশন লিমিটেড, অন্ন্যেশান লিমিটেড, এভিএস কার্গো ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, এপিএস লজিস্টিকস ইন্টারন্যাশনাল লিমিটেড, বিজবাংলা মিডিয়া লিমিটেড, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিস লিমিটেড, কলয়েড এন্টারপ্রাইজ লিমিটেড, ক্রস ফ্রেইট লাইনস লিমিটেড, ডেটাফোর্ট লিমিটেড, এক্সপো এক্সপ্রেস সার্ভিসেস লিমিটেড, এক্সপো হোল্ডিংস (বিডি) লিমিটেড, ফ্রেইট অপশনস লিমিটেড, ফ্রেইট কেয়ার এভিয়েশন সার্ভিসেস লিমিটেড, ফার্স্ট ফরওয়ার্ডিং লিমিটেড, গ্লোবাল এভিয়েশন সার্ভিসেস লিমিটেড, ইন্টারএয়ারসি লিমিটেড, ইন্নোওয়েভ লিমিটেড, ইনফোসাপেক্স লিমিটেড, জৌলস পাওয়ার লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড, লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড, অর্কিড এভিয়েশন লিমিটেড, এস জি লজিস্টিকস (প্রাঃ) লিমিটেড, স্ট্যান্ডার্ড পেপার প্রোডাক্টস লিমিটেড, এস টি এস এডুকেশনাল গ্রুপ লিমিটেড, এস টি এস হোল্ডিংস লিমিটেড, সুইফট লজিস্টিকস সার্ভিসেস লিমিটেড, দ্যা এম এন্ড এম লিমিটেড, ট্রপিকা গার্মেন্টস লিমিটেড, টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড, ইউনিওয়ার্ল্ড লজিস্টিকস লিমিটেড, ভয়েটেক লিমিটেড, ওয়াক লজিস্টিকস লিমিটেড, উইংস এক্সপ্রেস লিমিটেড, উইংস লজিস্টিকস লিমিটেড, উইংস ওশান ফ্রেইট লিমিটেড, উইংস এভিয়েশন লিমিটেড, উইংস স্পেন্স এভিয়েশন লিমিটেড, উইংস ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড, উইংস ক্লাসিক ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড।
    • জনাব মইন, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। জনাব মইন বেশ কয়েকটি ব্যবসায়িক সংস্থা সাথে জড়িত যার মধ্যে রয়েছে, এভারকেয়ার হাসপাতাল ঢাকা, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা, ডিপিএস-এসটিএস স্কুলস এন্ড ডাব্লুউএসি লজিস্টিকস লিমিটেড। এছাড়াও তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, দেশের একটি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস এবং দেশের একটি শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক, লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
  • জনাব মাহবুবুল আনাম

    পরিচালক
    • জাতীয়তা: বাংলাদেশী
    • বোর্ড কমিটি : মেম্বার অফ বোর্ড এক্সিকিউটিভ কমিটি এন্ড বোর্ড অডিট কমিটি
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা : বি.এসসি. ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ,বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ : অ্যালাইড এভিয়েশন বাংলাদেশ লিমিটেড, এয়ারলাইন কার্গো রিসোর্সেস লিমিটেড, এয়ারলাইন্স সার্ভিসেস লিমিটেড, আরামেক্স ঢাকা লিমিটেড, অ্যারোনেস ইন্টারন্যাশনাল, অ্যারো এভিয়েশন লিমিটেড, অন্ন্যেশান লিমিটেড, অ্যারিস্টিয়াস এগ্রিকালচার লিমিটেড, বিজবাংলা মিডিয়া লিমিটেড, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিস লিমিটেড, বল্লোর লজিস্টিকস বাংলাদেশ লিমিটেড, বে কার্গো সেন্টার লিমিটেড, কলয়েড এন্টারপ্রাইজ লিমিটেড, ক্রস ফ্রেইট লাইনস লিমিটেড, ক্রস ফ্রেইট লিমিটেড ডেটাফোর্ট লিমিটেড, এক্সপো ফ্রেইট লিমিটেড, এক্সপো এক্সপ্রেস সার্ভিসেস লিমিটেড, এক্সপো হোল্ডিংস (বিডি) লিমিটেড, ফ্রেইট কেয়ার এভিয়েশন সার্ভিসেস লিমিটেড, ফার্স্ট ফরওয়ার্ডিং লিমিটেড, গ্লোবাল এভিয়েশন সার্ভিসেস লিমিটেড, ইনোওয়েব লিমিটেড, ইন্টারএয়ারসি লিমিটেড, ইনোওয়েব লিমিটেড, ইনফোসাপেক্স লিমিটেড, জৌলস পাওয়ার লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিস লিমিটেড, লংকাবাংলা ইনফরমেশন সিস্টেম লিমিটেড, মাসকো ইন্টারন্যাশনাল লিমিটেড, অর্কিড এভিয়েশন লিমিটেড, এসজি লজিস্টিকস (প্রাঃ) লিমিটেড, স্ট্যান্ডার্ড পেপার প্রোডাক্টস লিমিটেড, এস টি এস এডুকেশনাল গ্রুপ লিমিটেড, এস টি এস হোল্ডিংস লিমিটেড, দ্যা এম অ্যান্ড এম লিমিটেড, ট্রপিকা গার্মেন্টস লিমিটেড, টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড, ভয়েজার এভিয়েশন লিমিটেড, ভয়েটেক লিমিটেড, উইংস স্পেন্স এভিয়েশন লিমিটেড, উইংস ক্লাসিক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, উইংস এক্সপ্রেস লিমিটেড এবং উইংস ওশান ফ্রেইট লিমিটেড।
    • জনাব মাহবুবুল আনাম, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ফ্রেট ফরওয়ার্ডিংসহ ভ্রমণ সম্পর্কিত পরিষেবা, আন্তর্জাতিক কুরিয়ার, বিভিন্ন ব্যবসায় তার দীর্ঘ ২৯ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশের বেশ কয়েকটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছেন। মিঃ আনাম এক্সপো ফ্রেইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বেশ কয়েকটি ব্যবসা ও শিল্পের পরিচালক। আনাম খেলাধুলা, সাংস্কৃতিক এবং সামাজিক কাজের ক্ষেত্রে অনেক খ্যাতি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের (বাফা) সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি এবং টি-২০ বিশ্বকাপ ২০১৪ এর স্থানীয় আয়োজক কমিটির সদস্য।
  • chairman
  • chairman
  • জনাব নান্দা ফার্নান্ডো

    পরিচালক ( প্রতিনিধি সম্পাথ ব্যাংক পিএলসি )
    • জাতীয়তা : শ্রীলঙ্কান
    • বোর্ড কমিটি : মেম্বার অফ বোর্ড অডিট কমিটি
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা : শ্রীলঙ্কার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্সের একজন সহযোগী এবং সিনিয়র সদস্য। তিনি ভারতের সিকিম মণিপাল ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ :সম্পাথ ব্যাংক পিএলসি-এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, লংকাবাংলা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্যুরো লিমিটেডের এবং লংকা ক্লিয়ার (প্রা.) লিমিটেডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত আছেন।
    • জনাব নান্দা, সম্পাথ ব্যাংক পিএলসি-এর প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক, লংকা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ব্যুরো লিমিটেডের পরিচালক, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্স অফ শ্রীলঙ্কার গভর্নিং বোর্ডের পরিচালক এবং লঙ্কা ক্লিয়ার (প্রা.) লিমিটেডের পরিচালক হিসেবে নিযুক্ত আছেন। তিনি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কার্স অফ শ্রীলঙ্কার একজন সহযোগী এবং সিনিয়র সদস্য এবং ভারতের সিকিম মনিপাল ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন -এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
  • জনাব তাহসিনুল হক

    পরিচালক
    • জাতীয়তা : ব্রিটিশ (অরিজিন-বাংলাদেশী)
    • বোর্ড কমিটি : প্রযোজ্য নয়
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা : উইলিয়ামস কলেজ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ : প্রযোজ্য নয়
    • জনাব হক , উইলিয়ামস কলেজ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯০ সালে নিউইয়র্কে মেরিল লিঞ্চের সাথে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০৩ সাল পর্যন্ত বিভিন্ন পদে কোম্পানির দায়িত্ব পালন করেন। এরপর তিনি লন্ডনে ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ডয়েচ ব্যাংকে যোগদান করেন। জনাব হক লন্ডনের ডয়েচ ব্যাংকে বিনিয়োগ ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট এবং বিভিন্ন ব্যবস্থাপনায় বহু বছর অতিবাহিত করেছেন। ২০১৬ সালে, তিনি ডয়েচ ব্যাংকের সাথে সিনিয়র ম্যানেজমেন্টের ভূমিকায় নিউইয়র্কে স্থানান্তরিত হন। জনাব হক আন্তর্জাতিকভাবে একজন দক্ষ বিনিয়োগ ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
  • chairman
  • chairman
  • জনাবা আনীশা মাহিয়াল কুন্দনমাল

    পরিচালক
    • জাতীয়তা : বাংলাদেশী
    • বোর্ড কমিটি : প্রযোজ্য নয়
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এ বি.এ.(অনার্স)
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ : রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল
    • জনাবা কুন্দনমাল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এ বি.এ.(অনার্স) ডিগ্রি লাভ করেন এবং দেশের একজন শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা হিসেবে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তিনি রয়্যাল পার্ক লিমিটেডের পরিচালক। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি একজন বিখ্যাত ব্যবসায়ী ব্যক্তিত্ব জনাব বি ডব্লিউ কুন্দনমালের স্ত্রী।
  • জনাব মোঃ ফখরুল আলম

    স্বতন্ত্র পরিচালক
    • জাতীয়তা : বাংলাদেশী
    • বোর্ড কমিটি সমূহ : বোর্ড নির্বাহী কমিটির সদস্য, বোর্ড অডিট কমিটির সদস্য
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা : ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ : লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক।
    • জনাব আলম, ওয়ান ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের একজন এমবিএ । বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে থেকে কর্পোরেট, ট্রেজারী এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং সহ ২৫ বছর ব্যাংকিং প্রসারণ মিলে তার ৩১ বছরেরও বেশী বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে । ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকের একজন অফিসার হিসেবে তিনি তার পেশা শুরু করেন এবং পরবর্তীতে দেশে ও বিদেশে আইএফআইসি ব্যাংক এবং ক্রেডিট এন্ড কমার্শিয়াল ইন্টারন্যাশনাল (প্রাঃ) ব্যাংক সহ বিভিন্ন প্রইষ্ঠানে কাজ করেন । ওয়ান ব্যাংক লিমিটেড এ যোগদান করার পূর্বে তিনি ইস্টার্ণ ব্যাংক এর কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারী ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর প্রধান এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ছিলেন । তিনি ২০১৩ সালের অক্টোবর মাসের ৮ তারিখ থেকে ২০২১ সালের ডিসেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত ওয়ান ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ছিলেন ।
  • chairman
  • chairman
  • জনাব আহমাদ আহসানুল মুনির

    স্বতন্ত্র পরিচালক
    • জাতীয়তা : বাংলাদেশী
    • বোর্ড কমিটি সমূহ : প্রযোজ্য নয়
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা সমূহ: ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ফোর্ট ওয়েন, যুক্তরাষ্ট্র থেকে এমবিএ
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ: প্রযোজ্য নয়
    • জনাব আহমদ আহসানুল মুনীর, একজন অভিজ্ঞ ক্যারিয়ার ব্যাংকার। তিনি সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ব্যাংকে (মাশরেক ব্যাংক, ইউনিয়ন ন্যাশনাল ব্যাংক, আবুধাবি কমার্শিয়াল ব্যাংক এবং আল হিলাল ব্যাংক) এবং বাংলাদেশের আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড ব্যাংক থেকে বিভিন্ন ব্যবস্থাপনা পরিষদে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, ক্রেডিট অডিট, অপারেশনাল অডিট এবং ফিনান্সিয়াল কন্ট্রোলের ক্ষেত্রে তার দক্ষতা উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন বৃহৎ ব্যবসায়িক খাতে ক্রেডিট পোর্টফোলিও এর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চুক্তি, রিয়েল এস্টেট নির্মাণ, ট্রেড ফাইন্যান্স, হসপিটালিটি, শিক্ষা খাত ইত্যাদি পরিচালনা করেন। তিনি বিভিন্ন ব্যাংকে ঋণ নীতির উন্নয়ন/সংশোধন/প্রক্রিয়া/কর্মসূচীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এর উপর বিভিন্ন হাউজ সেমিনারে অংশগ্রহণ করেন। ব্যাংকিং ক্যারিয়ারে অবসর গ্রহণের পর, জনাব মুনির সংযুক্ত আরব আমিরাতে কর্পোরেট সেক্টরে পরামর্শ সেবা প্রদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ এবং যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
  • জনাব খাজা শাহরিয়ার

    ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও
    • জাতীয়তা : বাংলাদেশী
    • বোর্ড কমিটি সমূহ : প্রযোজ্য নয়
    • একাডেমিক/পেশাগত যোগ্যতা সমূহ : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (সম্মান) এবং এমএ, মোনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন থেকে ব্যাচেলর অফ ব্যাচেলর অফ ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে ফিন্যান্সে ব্যবসায় প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
    • বর্তমান ডিরেক্টরশিপ সমূহ : লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লংকাবাংলা এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর
    • জনাব খাজা শাহরিয়ার, ২১ মে, ২০১৭ সালে জনাব খাজা শাহরিয়ার লংকাবাংলা ফাইন্যান্সে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি ২০১২ সাল থেকে লংকাবাংলা ফাইন্যান্স-এ ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ বিজনেস হিসেবে নিযুক্ত ছিলেন। লংকাবাংলা-এ নিযুক্ত হবার পূর্বে তিনি প্রায় দুই দশক ধরে বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউটের সাথে নিযুক্ত ছিলেন। তিনি ব্রাক ব্যাংকে প্রায় এক দশক ধরে হেড অফ কর্পোরেট ব্যাংকিং, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট এবং হেড অফ প্রবাসী ব্যাংকিং সহ বিভিন্ন পদে কাজ করেছেন।
      এছাড়াও তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেড-এ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। জনাব শাহরিয়ার উত্তরা ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিতেও কাজ করেছেন।
      জনাব শাহরিয়ার তাঁর দীর্ঘ পেশাগত জীবনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, হংকং, ভারত সহ দেশ-বিদেশে প্রচুর ট্রেইনিং, ওয়ার্কশপ এবং সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ বিজনেস ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্ন থেকে ফিনান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) এবং এমএ সম্পন্ন করেন।
  • CEO