সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স মাত্র ৪৪ দিনে ৩০৬০ মিলিয়ন টাকা ফ্রেশ ডিপোজিট মোবিলাইজেশন অর্জন করেছে। এই সাফল্য অর্জনে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম সকল গ্রাহক ও অংশীদারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মানসম্পন্ন আর্থিক সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এই অর্জনকে ঘিরে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অফিসে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট, সর্বোচ্চ কন্ট্রিবিউটর এবং বিভিন্ন পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সিএমএসএমই ও রিটেইল বিজনেস প্রধান মো: কামরুজ্জামান খান এই সাফল্যে যুক্ত প্রত্যেক কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন—ব্যবসায়িক স্বচ্ছতা, দক্ষতা ও সুশাসনই এই অর্জনের মূল চাবিকাঠি।
লংকাবাংলা পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে।