লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড দুই দশক আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ব্যাংক হতে আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর আওতায় লাইসেন্স নিয়ে বহুজাতিক সহযোগিতার সাথে একটি যৌথ উদ্যোগের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু করে। এখন লংকাবাংলা আর্থিক সেবার ক্ষেত্রে দেশের একটি অগ্রজ সেবাদানকারী প্রতিষ্ঠান, যার প্রদত্ত সেবার মধ্যে রয়েছে কর্পোরেট আর্থিক সেবা, রিটেইল আর্থিক সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আর্থিক সেবা, স্টক ব্রোকিং, কর্পোরেট উপদেষ্টা এবং সম্পদ ব্যবস্থাপনা সেবা। সবচেয়ে বড় পরিসরের পণ্য এবং সেবা প্রদানের পাশাপাশি লংকাবাংলাই একমাত্র আর্থিক প্রতিষ্ঠান যারা ক্রেডিট কার্ড (মাস্টারকার্ড এবং ভিসা) পরিচালনা করে এবং একইসাথে বিভিন্ন ব্যাংককে তৃতীয় পক্ষ হিসাবে কার্ড প্রক্রিয়াজাতকরণের সেবা প্রদান করে থাকে । ২০০৯ সাল হতে লংকাবাংলা সরকারী সম্পত্তির নিদর্শনপত্রের প্রাথমিক ডিলার হিসেবে কাজ করে আসছে। ২০০৬ সাল হতে লঙ্কাবাংলা বাংলাদেশের ডিএসই এবং সিএসইতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান।
Twitter
LinkedIn
Google Plus
Youtube
Notice
LankaBangla Investments
LankaBangla Asset Management
LankaBangla Information System